নওগাঁয় পৌর মেয়রসহ বিএনপির ৩ নেতার মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

নওগাঁয় পৌর মেয়রসহ বিএনপির ৩ নেতার মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি :  নওগাঁয় জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান মিজানসহ সকল কারাবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র আহবায়ক হাফিজুর রহমান এক লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ মার্চ পুলিশের পৃথক দুটি মিথ্যা মামলায় ৫৭ জনসহ অজ্ঞাত আরো নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়। সেই মামলায় গ্রেফতারকৃতরা হাইকোর্ট থেকে জামিনে থাকা সত্বে গত ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে গেলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যা একটি অন্যায় ও অবিচার। তাই আগমাী সাত দিনের মধ্যে গ্রেফতারকৃত এই ৩ নেতার মুক্তি না দিলে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান তারা। 

এসময় জেলা বিএনপির যুগ্না-আহবায়ক নাসির উদ্দিন ও রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget