তৌফিক তাপস, নওগাঁ : “মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় মাদক বিরোধী এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার প্রতি যুব সমাজ ও বর্তমান প্রজন্মকে আগ্রহী করার লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
বিভিন্ন বয়সের কয়েক হাজার দর্শক শুক্রবার বিকেলে সদর উপজেলার ঐতিহ্যবাহী শৈলগাছী ফুটবল মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হারুন-অর-রশীদ।
খেলায় ট্রাইবেকারে রাজশাহী খেলোয়ার কল্যাণ সমিতি দল ৪-১গোলে নওগাঁ জেলা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো: রফিকুল ইসলাম রফিক।
একটি মন্তব্য পোস্ট করুন