সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার ১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া এসব ল্যাপটপ উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (২১/০৯/২০২১) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষা কমিটির সভা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।
রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, ১১ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কমিটির সদস্যবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন