রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দিয়ে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দুটি উপজেলায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ কর্তৃপক্ষ। এ সময় বিদায়ী চেয়ারম্যানদেরকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ব্যাতিক্রমী এ অনুষ্ঠানের জন্য ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত ও বিদায়ী জনপ্রতিনিধিরা।
সকাল ১১ টায় সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। বিষেশ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।
একই সময় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনেও অনুরূপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। ইউনিয়র পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করার পরে প্রথম মাসিক সভা শুরু করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন