ঝালকাঠি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধন

 

ঝালকাঠি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম (উপসচিব) এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তার স্থলে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ্ আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স সভাপতি  মোঃ সালাহ উদ্দিন আহমেদ সালেক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল রশিদ হাওলাদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন, জেলা পরিষদের অন্যতম সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সিন্টু এবং জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীগণ।

জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম বলেন, “বিদায়ী জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম সাহেব উপসচিব পদে পদোন্নতি পেয়ে আমাদের ছেড়ে যাওয়ায় আমরা যেমন কষ্ট পেয়েছি তেমনি তার পদোন্নতিতে আনন্দিত হয়েছি। আমরা তার আরো উন্নতি কামনা করি। তিনি ভবিষ্যতে দেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এ প্রত্যাশা করছি। আমরা আশা করব তিনি আমাদের এ ছোট জেলা ঝালকাঠিকে ভুলে যাবেন না। আমাদের প্রতি সুনজর রাখবেন এ কামনা করছি।”

এ সময় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় তাকেও একই অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম বলেন, “মোঃ আরিফুল ইসলাম সাহেবের স্থলে মেধাবী চৌকস কর্মকবর্তা মোঃ কামাল হোসেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় শূন্য স্থান পূরণ হয়েছে। তিনি উভয়ের দীর্ঘায়ূ ও সু স্বাস্থ্য কামনা করেন।”

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget