রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে তারা।বিএনবিসি-২০২০এ ইঞ্জিনিয়ারের সংজ্ঞাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ ও অবমূল্যায়নকর ধারা/ উপধারা সংশোধন এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশ, উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকুরি প্রাথমিক নিযুক্তিতে ১টি স্পেশাল ইনক্রিমেন্ট ও পরিকল্পনা ও নকশা বিভাগের কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানএবং উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী/ সমমানের পদে পদোন্নতি কোটা ৫০% এ উন্নীতকরণ এবং একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩ বছর রুপান্তর করার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বন্ধসহ ৪দফা দাবি বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানব বন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি জেনিক ঝালকাঠির সভাপতি মো: আবু হানিফ, সাধারণ সম্পাদক দিলীপ কুমার হালদার, ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ, ঝালকাঠির আহ্বায়ক মো: শাহাব উদ্দিন, সদস্য সচিব মো: হুমায়ূন কবীর, ঝালকাঠি ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র অধ্যক্ষ মো: আ: রশিদ চোকদার, আইডিইবি জেনিক ঝালকাঠির সদস্য অনুপ কুমার সরকার, ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী এইচএম গিয়াস উদ্দিন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.