রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে তারা।বিএনবিসি-২০২০এ ইঞ্জিনিয়ারের সংজ্ঞাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ ও অবমূল্যায়নকর ধারা/ উপধারা সংশোধন এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশ, উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকুরি প্রাথমিক নিযুক্তিতে ১টি স্পেশাল ইনক্রিমেন্ট ও পরিকল্পনা ও নকশা বিভাগের কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানএবং উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী/ সমমানের পদে পদোন্নতি কোটা ৫০% এ উন্নীতকরণ এবং একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩ বছর রুপান্তর করার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বন্ধসহ ৪দফা দাবি বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানব বন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি জেনিক ঝালকাঠির সভাপতি মো: আবু হানিফ, সাধারণ সম্পাদক দিলীপ কুমার হালদার, ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ, ঝালকাঠির আহ্বায়ক মো: শাহাব উদ্দিন, সদস্য সচিব মো: হুমায়ূন কবীর, ঝালকাঠি ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র অধ্যক্ষ মো: আ: রশিদ চোকদার, আইডিইবি জেনিক ঝালকাঠির সদস্য অনুপ কুমার সরকার, ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী এইচএম গিয়াস উদ্দিন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন