মিলাদ মুদাছ্ছির চট্রগ্রাম : ১৬ সেপ্টেম্বর ২০২১ সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার ও সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার উপজেলা শাখা নেতৃবৃন্দের পৃথক ২টি সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রথমে বেলা ১২ টায় সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসে পরে বেলা ১ টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জেপি দেওয়ান ও সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মদ খানের কাছে বিগত ০৪/০৯/২০২১ তারিখে নব গঠিত বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক কমিটির তালিকা হস্তান্তর ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দের সাথে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সাংগঠনিক লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক ইলিয়াছ সুমন, যুগ্ম আহবায়ক, আমিনুল হক চারু মিল্লাত, যুগ্ম আহবায়ক, মিলাদ মুদ্দাসসির, যুগ্ম আহবায়ক, কাউছার মাহামুদ দিদার, সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার, সদস্য সাংগঠনিক দিদারুল আলম, ও সদস্য অর্থ সবুজ চন্দ্র দাস।
এ সময় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দ কে সার্বিক সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির কল্যানের জন্য কাজ করার আহবান জানান।
একইভাবে, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকতা বশির আহম্মদ খান ক্লাবের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সত্য সংবাদ পরিবেশন করে জনকল্যানে কাজ করার আহ্বান জানান
একটি মন্তব্য পোস্ট করুন