তাড়াইলে নরসুন্দা নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

 

তাড়াইলে নরসুন্দা নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

আল-মামুন খান, কিশোরগঞ্জ : তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের চরতালজাঙ্গা গ্রামের পাশে নরসুন্দা নদীতে পড়ে নুহা আক্তার (৪) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১ঃ৩০ মিনিটের সময় তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের চরতালজাঙ্গা গ্রামের সড়কঘাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নুহা মুশুল্লী গ্রামের রমজান মিয়ার মেয়ে।

এলাকাবাসীরা জানান, অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভারসহ ৬ জন যাত্রী নিয়ে নরসুন্দা নদীতে পড়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় ড্রাইভারসহ ৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ৪ বছরের শিশু নুহাকে খোঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোজাখুঁজির পর নুহার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এলাকাবাসীর সহযোগিতায় জীবিত ৫ জনকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নুহার এক নিকট আত্মীয় বলেন, তারা মৃত্যুর খরব পেয়ে তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বাশাঁটি গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে এসেছিল। যাওয়ার পথে চরতালজাঙ্গা সড়কঘাটা এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নরসুন্দা নদীতে পড়ে যায়। 

তালজাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জনাব সেলিম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget