বাগমারায় দুষ্কৃতকারীর আগুনে পুড়ে খড়ের পালা ভুষ্মিভূত

বাগমারায় দুষ্কৃতকারীর আগুনে পুড়ে খড়ের পালা ভুষ্মিভূত


মো: সাইফুল ইসলাম, বাগমারা (রাজশাহী) : রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বাহনিগ্রামে ২৫ শে আগষ্ট বুধবার দিবাগত রাত্রে দুষ্কৃতকারী আগুনে রমজান আলী  নামের এক ব্যক্তির খড়েরপালা পুড়ে ভুষিভুত হয়েছে। সরেজমিনে এলাকায় গিয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, একই গ্রামের প্রতিবেশি আবুল কালাম ও ছালাম তাদের সাথে জমিজমা ও বাড়ি নিমার্ণ নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল রমজান আলী ও তার পরিবারের সাথে তার জের ধরে এই ঘটনাটি ঘটিয়েছে দুই ভাই আঃ ছালাম ও কালাম সহ কয়েকজন সহযোগী বলে ভুক্তভোগী রমজাল আলী ও তার পরিবারের লোকজনেরা   জানান। 

এই ব্যাপারে সরাসরি ভুক্তভোগী মোঃ রমজান আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার খড়ের পালাতে ছালাম ও কালাম দুই ভাইসহ তাদের কয়েকজন সহযােগী মিলে   আগুন দিয়েছে, এতে আমার আনুমানিক (১,০০০০০) একলক্ষ্য টাকার মত ক্ষতি হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই। এই ব্যাপারে আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার জান মোহাম্মদের কাছে বিষয়টি জানার জন্য ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় ইউপি সদস্য মোঃ লোকমান হাকিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি যা অত্যন্ত দুঃখজনক ও কষ্টদায়ক এর সুষ্ঠু বিচার হওয়া দরকার। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর দাবি দুষ্কৃতকারী যেই হোক না সুষ্ঠু তদন্ত করে তাকে আইনের আওতায় আনা হোক।           


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget