ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় গভীর শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। 

 ১৫ আগষ্ট রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ঝালকাঠি আইনজীবি সমিতি, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাষ্টম ও ভ্যাট, এলজিইডি, সড়ক ও জনপথ, গণপূর্ত বিভাগ, ফায়ার ও সিভিল কার্যালয়, জেলা আনসার ভিডিপি, ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ; ঝালকাঠি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাণি সম্পদ দপ্তর, ঝালকাঠি জেলা ধ্রুবতারা ইয়ূথ ডেভেলেপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) ও ঝালকাঠির একাধিক গণমাধ্যম সংগঠন। 

এর আগে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরের টাউন হলের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে চিত্রাঙ্গন প্রতিযোগীতা, জেলা শিল্পকলা একাডেমীতে দোয়া ও মলিাদ মাহফিল, হামদ্ ও নাত ও  বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।


লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget