সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের জন্য পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (০৩ আগষ্ট) বিকেল সাড়ে ৬টায় নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারীর সভাপতিত্বে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে ল্যাবের কার্যক্রম উদ্বোধন করেন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, জেলায় প্রায় ৩০ লক্ষ লোকের বসবাস। এতো বড় জেলায় আরটি-পিসিআর ল্যাব না থাকায় করোনা পরীক্ষায় বেশ বিড়ম্বনা হচ্ছিল। জননেত্রী শেখ হাসিনার পরম মহানুভবতায় নওগাঁয় আরটি পিসিআর ল্যাব স্থাপন সম্ভব হয়েছে। এখন থেকে নমুনা পরিক্ষার জন্য আর কাওকে ভোগান্তি পোহাতে হবে না।
মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারী বলেন, এই ল্যাবের মাধ্যমে আগামীকাল থেকে প্রথম সিফটে ৯৪জনের নমুনা পরিক্ষা করে তার রিপোর্ট প্রদান করা যাবে। পরবর্তীতে আমরা প্রতিদিন দুই সিফটে করোনা নমুনা পরিক্ষার পরিকল্পনা নিয়েছি। নমুনা দেয়ার ৩-৪ঘন্টার মধ্যে ফলাফল দেয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওগাঁ সদর সাংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ ০৬ আসনের সাংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা প্রসাশক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিঞা, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ কে এম ফজলে রাব্বী, নওগাঁ সিভিল সার্জন ডা: এ, বি, এম আবু হানিফ প্রমূখ সহ ইলেকট্রিক ও প্রিন্টি মিডিয়া উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন