তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় ডিবি পুলিশ ক্রেতা সেজে ৭৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রবিবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় নওগাঁর ধামুইরহাট মঙ্গোলিয়া পূর্বপাড়া গ্রাম থেকে ক্রেতা সেজে কিনতে গিয়ে যুবক কে আটক করা হয়।
আটকৃত যুবক ধামুইরহাট চককালু গ্রামের দেওয়ান মোহাম্মদ মহিউদ্দীনের ছেলে দেওয়ান মোহাম্মদ আবু হুরায়ারা বিপ্লব(২৫) নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর দিক নির্দেশনায় এস আই মিজানুর রহমান এর নেতৃত্বে এএসএই মেহেদী হাসান সংঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদে মঙ্গোলিয়া পূর্বপাড়া গ্রাম থেকে ক্রেতা সেজে কিনতে গিয়ে মাদক ব্যাবসায়িকে আটক করে।
এই বিষয়ে নওগাঁ ডিবি পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ কে এম শামসুদ্দিন বলেন, ৭৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে নওগাঁ ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন