তৌফিক তাপস,নওগাঁ : নওগাঁর ধামইরহাটে প্রাইভেট কার থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ স্বপন মিয়া (৩৬) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭আগস্ট) উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ-পাগল দেওয়ান রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত, স্বপন মিয়া গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ী এলাকার ফিরোজ হোসেনের ছেলে।
জানা গেছে, নানাইচ-পাগল দেওয়ান রাস্তায় নানাইচ মোড়ে ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক ও মাসুুদ রানা সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় টহলরত ছিলেন।
এ সময় গোপন সংবাদে জানতে পারেন ভারত সীমান্ত এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৮৩৪৭৭) যোগে মাদক বহন করে নিয়ে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে প্রাইভেট কারটি যাওয়ার সময় থামিয়ে তল্লাশি করা হয়।
এসময় সিটের নিচ থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ স্বপন মিয়াকে আটক করা হয়। প্রাইভেট কারটিকে জব্দ করা হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন