তৌফিক তাপস,নওগাঁ : নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট টাপেন্টাডল মজুত ও বিক্রি করায় নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌর শহরের ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ শাহীনুর ইসলাম (৩৭) ও তার স্ত্রী গুলশানারা সাথী (৩০) -কে হাতেনাতে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
সোমবার (৩০ অগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাজার এলাকার থানা রোড সংলগ্ন শাহীন ফার্মেসিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ট্যাবলেট টাপেন্টাডল বিক্রির সময় তাদের আটক করা হয়।
রাতে পত্নীতলা থানা পুলিশের এসআই মঞ্জুর কাদের বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(০১) সারণীর ২৯(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ সাংবাদিকদের জানান, নজিপুর পৌর শহরের এক ফার্মেসিতে এর স্বত্বাধিকারী শাহীনুর ইসলাম দীর্ঘদিন থেকে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল বিক্রি করে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল থেকে ওৎ পেতে থাকে থানা পুলিশের একটি টিম।
একপর্যায়ে বিকালের দিকে ওই ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে ফার্মেসির ভেতরে ক্যাশ বক্সের নিচে গোপন ড্রয়ারে রাখা ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন