তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে ডিএসবি পুলিশ পরিচয়ে অসহায় মুদি দোকানদারের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
সোমবার (০২ আগস্ট) বিকাল ৪.০০ ঘটিকার সময় আত্রাই থানাধীন ডুবাই গ্রামস্থ আত্রাই টু সিংড়াগামী পাকা রাস্তার পাশ্বে ঘটনাটি ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী মোঃ আবুল কালাম আজাদ বলেন, অনেক দিন করোনা ভাইরাসের জন্য দোকান খুলি নাই। কিন্তু গত সোমবার দোকান খুলে দোকান পরিস্কার করতে থাকি। হঠাৎ মোটর সাইকেল যোগে দুই জন লোক আমার দোকানে এসে বলে যে আপনি দোকান খুলছেন কেন। আমরা পুলিশের ডিএসবির লোক। তুমি জানো না লকডাউনে দোকান বন্ধ।আপনি অপরাধ করছেন তার পাশে থাকা আরেকজন বলেন পিছনে ম্যাজিস্ট্রেট আসতেছে , তোমার জরিমানা হবে । এই কথা বলে আমার কাছ থেকে ৫০০০ হাজার টাকা চাইলে আমি ৫০০ টাকার দুই টা নোট মোট ১০০০ হাজার টাকা দেই। আমার মামা ওয়াহেদ আমার দোকানের শাটার খুলে আমাকে বলে কি হয়েছে , তখন তারা আমার মামাকে ও ডিএসবি পুলিশ পরিচয় দেয়। তখন আমাদের সন্ধেহ হলে আমরা তাদের আটক করে আত্রাই থানা পুলিশকে অবহিত করি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন , ডিএসবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তি ১) আসামী মহাদেবপুরে উপজেলার ঈশ্বর লক্ষীপুর গ্রামের মৃত- আশরাফ আলীর ছেলে মোঃ মোনায়েম হোসেন (৩৪), ও ২) নওগাঁ পাহারপুড় পূর্ব পাড়া গ্রামের মোঃ আসলাম মন্ডলের ছেলে মোঃ রতন আলী (৩০) । খবর পেয়ে সেখানে আমাদের পুলিশ পাঠায়, এবং ঘটনাস্থলে তাদের দেহ তল্লাশী করে ১ টি হিরো হাং মোটর সাইকেল, ০৪ টি এ্যান্ড্রেয়েট মোবাইল ফোন, ০৩ টি বাটন মোবাইল ফোন, ০১ টি বাংলাদেশ পুলিশ লেখা একটি ম্যানি ব্যাগ, বাংলাদেশ পুলিশ লেখা একটি চাবীর রিং, বাংলাদেশ পুলিশ লেখা আইডি কাডের কাভার, একটি লোহার স্প্রিংয়ের তৈরী পুলিশের ব্যবহৃত লাঠি, একটি ছোট টিপ চাকু এবং ৫০০ টাকার দুইটা নোট সহ তাদের জব্দ করা হয়। তিনি আরও জানান, ঘটনায় মোনায়েম হোসেন ও রতনের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়েছে। তাদের দুই জনকেই নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন