সালমান ফার্সী (সজল), নওগাঁ : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সারাদেশে পুরোদমে ধান-চাল সংগ্রহ চলছে। এ সময় কেউ সরকারি ধান-চাল সংগ্রহে মানহীন ভাবে সরবরাহ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। আজ সোমবার (০২ আগষ্ট) পোরশা উপজেলার নিতপুর এলএসডি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
পরিদর্শনকালে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, জেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবীর, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজাসহ খাদ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন