তৌফিক তাপস,নওগাঁ : নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের অপারেশন থিয়েটারের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য হাসপাতালে ভর্তি রোগীসহ অন্যান্য সম্পদ রক্ষা পেয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে বৈদ্যুতির শর্টসার্কিটের মাধ্যমে এসিতে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জান গেছে, মঙ্গলবার বেলা ১০টায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় অপারেশন থিয়েটারের একটি এসিতে সমস্যার কারণে ইলেক্ট্রেশিয়ান কাজ করার সময় একটি এসিতে আগুন লেগে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
মুহূর্তে গোটা কক্ষে আগুন লেগে যায়। সাথে সাথে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা দ্রুত এসে আগুন নিভাতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সংবাদ পেয়ে সাথে সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. তোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন বলেন, আজ সকাল ১০টায় ওটি রুমের এসিটা নষ্ট ছিল তাই এসি মিস্ত্রি আসেন এবং সে এসিতে কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক গোলযোগের জন্য আগুন ধরে যায়। আমাদের এখানে ফায়ার সার্ভিসের যে সমস্ত জিনিসপত্র ছিল ফায়ার ইনজেকশন ব্যবহার করেছি। এতে আগুন নিয়ন্ত্রণে আসে নাই।
আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমাদের হাসপাতালের ক্ষয়ক্ষতির মধ্যে আমাদের ওটি রুমটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর রহমতে আমাদের অন্যান্য রোগীগুলোকে বের করে নিয়ে আসতে পেরেছি। সবাই সুস্থ আছে।
হাসপাতালের রাস্তা প্রশস্ত না হওয়ায় এবং রাস্তার ধারে এলোমেলোভাবে যানবাহন রাখার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হয়েছে। শুধু ফায়ার সার্ভিস নয় যে কোনো রোগীর যানবাহন আসতে এই রাস্তায় সমস্যা হয়।
ফায়ার সার্ভিসের ইন চার্জ আব্দুল মান্নান বলেন, আমরা সকাল সোয়া ১০টায় নিয়ামতপুর হাসপাতালের ওটিতে অপারেশন থিয়েটারে আগুন লাগার সংবাদটি পাই। সংবাদ পাওয়ার পর আমরা অত্র স্টেশন থেকে নিয়ামতপুর মেডিক্যালে আসি এবং সেখানে আমরা অগ্নি নির্বাপণের কাজ প্রায় ২০ মিনিট ধরে চেষ্টা করে নিয়ন্ত্রণে আনি।
আমরা কাজটি সম্পূর্ণ করতে পেরেছি। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও বলা যাবে না। আমরা পূর্ণাঙ্গ রেকর্ডের পরেই সেটা আপনাদের বলতে পারবো।
একটি মন্তব্য পোস্ট করুন