তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে নতুন মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মইনুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
রোববার (৮ আগস্ট) বিকেলে উপজেলার সীমান্তবর্তী শিমুলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। মইনুল ইসলাম উপজেলার রসপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
র্যাব-৫ এর কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার তৌকির বলেন, ‘গোপন সংবাদে সীমান্তবর্তী শিমুলতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের পাশ থেকে সন্দেহমুলক মইনুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৫০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মইনুল নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’
উল্লেখ্য, ইয়াবার বিকল্প হিসেবে সেবন করায় গত বছরের ৩১ জানুয়ারি থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিষিদ্ধ ঘোষণা করে ওষুধ প্রশাসন অধিদফতর।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.