তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ আগষ্ট) গভীর রাতে উপজেলার সদরের রেলগেট এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার কাঠালতলী গ্রামের মামুনের ছেলে আব্দুল হাকিম (২০) ও চকরামপুর মধ্যপাড়া গ্রামের আত্তাব আলীর ছেলে আব্দুল্লা মিলন (২৩)।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে পুলিশের টহল চলছিলো। গভীর রাতে দুইজন লোক রেলগেট এলাকায় ঘোরাফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাকিম ও মিলনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকালে তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল, দুইটা প্লাস, একটি কাচি ও একটি টায়ারলেবার উদ্ধার করা হয়।
ওসি জানান, গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সদরের গ্রামীণ মিডিয়া ইলেকট্রনিক্স শো-রুমে হওয়া চুরির সাথে জড়িত আছে বলে স্বীকার করেছেন। তাদের দুইজনের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নওগাঁ, মহাদেবপুর ও আদমদিঘী থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন