রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠিতে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ পরিদর্শক মোঃ মাইনউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ২০ আগষ্ট দুপুর ০১.৪৫ ঘটিকার সময় ঝালকাঠি থানাধীন বিকনা এলাকা হইতে ৫০০ (পাচশত) গ্রাম গাজাসহকারে মো: এনামী হাওলাদার(২০), পিতা-মৃত তাহের আলী হাং, সাং-বিকনা, থানা ও জেলা-ঝালকাঠিকে হাতেনাতে ধৃত করে। এ ঘটনার বিষয়ে উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিস্ট ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
একটি মন্তব্য পোস্ট করুন