করোনাভাইরাস বিস্তাররোধে ঝালকাঠিতে দিনব্যাপী কর্মশালা

করোনাভাইরাস বিস্তাররোধে ঝালকাঠিতে দিনব্যাপী কর্মশালা


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠিতে করোনা ভাইরাসের বিস্তাররোধে জনসচেতনতা সৃষ্টি এবং নো মাস্ক নো সার্ভিস, মাস্ক পড়ুন, সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইন সমূহের বহুল প্রচারের লক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সন্মেলন কক্ষে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

কর্মশালায় করোনা ভাইরাসের সংক্রমন বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, পৌর কাউন্সিলর তরুন কুমার কর্মকার, এসএম আল-আমিন, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমি তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। কর্মশালায় সচেতনতা বৃদ্ধি কার্যক্রম বাস্তবায়নের জন্য সুপারিশমালা প্রনয়ণ করা হয়।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget