রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে জেলা পরিষদ কর্তৃক কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় নলছিটি পৌরসভা কার্যালয়ে পৌর কর্মচারীদের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানেটাইজার, হ্যান্ডওয়াশ, লাক্স সাবান ও মাক্স বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নলছিটির পৌর মেয়র ও সাবেক জেলা পরিষদ সদস্য আঃ অহেদ কবির খান, জেলা পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সিন্টু ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ।
পৌরমেয়র আঃ অহেদ কবির খান তার বক্তব্যে বলেন, “আগস্ট মাস শোকের মাস। এই মাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা স্বাধীনতার স্থপতিকে হারিয়েছিলাম। ফলে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতিসাধিত হয়েছে। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলতে হবে এবং মহামারি কোভিড-১৯ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে এবং সরকারী বিধি নিষেধ মেনে
চলতে হবে।”
এ সময় জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান সিন্টু বলেন, বর্তমান সরকার মহামারি কোভিট ১৯ প্রতিরোধে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সকল জনগনকে সচেতনভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। অন্যথায় আমরা করোনার ছোবল থেকে রক্ষা পাব না। তিনি ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের শহীদদের রুহের মাফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.