রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী দেয়ালিকা প্রদর্শনী'র উদ্বোধন করা হয়েছে।জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে "ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শোকের ৪৬" শিরোনাম নলছিটি পৌরসভার বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বরে তিনদিন ব্যাপী দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করেছে তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশন।
১৪ আগস্ট শনিবার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ'র সিনিয়র শিক্ষক ও নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, এস এস পি'র সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম পলাশ, তারুণ্যের নলছিটির কনভেনর খালেদ সাইফুল্লাহ,কো কনভেনর তাহমিদ আল মাহফুজ,মাহাবুব তালুকদার,আরাফাত হোসেন। পৌর কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ তমাল, দপ্তর সম্পাদক রাব্বি খলিফা, সাঈফ,মেহেদী হাসান প্রমুখ।
নলছিটিতে জাতির জনক বঙ্গবন্ধুর মুজিবুর রহমান'র প্রতি শ্রদ্ধা জানাতে দেয়াল পত্রিকার প্রদর্শনী এই প্রথম। তারুণ্যের নলছিটি'র এ ধরনের আয়োজন বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছেন। কনভেনর খালিদ সাইফুল্লাহ জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনকের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তারা এটি করেছে। এই প্রদর্শনী আগামী ৩ দিন চলবে। বঙ্গবন্ধু প্রেমী যে কেউ বঙ্গবন্ধুকে নিয়ে তাদের লেখা এই দেয়াল পত্রিকায় প্রদর্শন করতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.