রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠিতে ৩শ দুস্থ শিশুর মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন তরুন সমাজসেবক ও শহর যুবলীগের যুগ্ম আহবায়ক ছবির হোসেন। শনিবার দুপুর ১টায় শহরের বধ্য ভূমিতে তিনি এ খাবার বিতরণ করেন। করোনাকালীন সময় এর আগেও তিনি শহরের বিভিন্ন স্পটে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন।
খাবার বিতরণ অনুষ্ঠানে ছবির হোসেন বলেন, "করোনা পরিস্থিতি স্মাভাবিক না হওয়া পর্যন্ত তিনি ঝালকাঠি শহরের দুস্থ মানুষের পাশে থাকবেন।" উল্লেখ্য ছবির হোসেন এসব সামাজিক কর্মকান্ড ছাড়াও হতদরিদ্র এক গৃহহীন বৃদ্ধকে ঘর তুলে দেয়া ও অনেককে পুজি দিয়ে ব্যবসা করতে সাহায্য করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন