বেনাপোলে আশ্রয়ণ প্রকল্পের ঘরে জন্ম নেওয়ায় শিশুর নাম শেখ মুজিব

বেনাপোলে আশ্রয়ণ প্রকল্পের ঘরে জন্ম নেওয়ায় শিশুর নাম শেখ মুজিব


মো. রাসেল ইসলাম,বেনাপোল :  শেখ হাসিনার উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর পাবেন  শুনেই কৃতজ্ঞতা স্বিকারে  সন্তান সম্ভবা নারী  মনে বাসনা করেন ছেলে হলে শেখ মুজিব আর মেয়ে হলে শেখ হাসিনা নাম রাখবেন। 

তাই উপহারের ঘরে জন্ম নেয়া ছেলের নাম রেখেছেন ‘শেখ মুজিবুর রহমান।

কথা বলছিলাম যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানাধীন বালুন্ডা গ্রামের হাফিজা বেগমের কথা।

জানা যায়, বেনাপোলের পাটবাড়ি গ্রামের ছেলে আসাদুল হকের বছর ১৭ আগে পারিবারিক ভাবে বিয়ে হয় পাশের গ্রাম বালুন্ডার আবু তাহেরের মেয়ে হাফিজা খাতুনের সঙ্গে। পারিবারিক অসচ্ছলতার কারণে কয়েক বছর ধরে ঘরজামাই ছিলেন আসাদুল। এরই মধ্যে একে একে জন্ম হয় তিন সন্তান।

সম্প্রতি পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামানের সহযোগিতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর পান আসাদুল। উপহারের ঘরে গত জুন মাসের শেষ দিকে উঠেই ২১ দিন পর ছেলেসন্তান জন্ম দেন তার স্ত্রী হাফিজা বেগম। ভূমিহীন এ পরিবারটি প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে মনের আনন্দে নবজাতক সন্তানের নাম রাখেন শেখ মুজিবুর রহমান।

শার্শা উপজেলায় মোট ১২৭টি আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ হয়েছে। তার মধ্যে বালুন্ডা গ্রামে ১০ জন উপকারভোগী পেয়েছেন ১০টি ঘর। এ প্রকল্পের ঘরগুলোতে রান্নাঘর, গোসলখানা, টয়লেট, বিদ্যুতের ব্যবস্থা এবং জনস্বাস্থ্য বিভাগ থেকে বরাদ্দ একটি আর্সেনিকমুক্ত গভীর নলকূপ। যেটা পেয়ে খুশি এই আশ্রয়ণ প্রকল্পের মানুষগুলো।

হাফিজা খাতুন বলেন, আগে অন্যের জমিতে থাকতাম। যে ঘরে থাকতাম তা একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যেত, ঝড়ের সময় আশঙ্কায় থাকতাম এই বুঝি ঘরটা উড়ে যায়। প্রধানমন্ত্রী আমাদের জমিসহ পাকাঘরে থাকার সুযোগ করে দিয়েছেন। তাই খুশি হয়ে তার বাবার নামেই আমার ছেলের নাম রেখেছি শেখ মুজিবুর রহমান।

বালুন্ডা আশ্রয়ণ প্রকল্পের অন্যান্য উপকারভোগী তানজিলা  ও সাবিনা  বলেন, ‘আমরা ঘর আর শেখ মুজিবুরকে (নবজাতক) পেয়ে অনেক খুশি।

উপকারভোগী আব্দুর সাত্তার বলেন, চার ছেলেমেয়ে নিয়ে জীবনে অনেক কষ্ট করেছি। কোনোদিন ভাবিনি পাকা ঘরে শোব। হাসিনা আমাদের ঘর দেছে। কারেন (বিদ্যুৎ) আচে, টিউকল (নলকূপ) আচে, রান্নাঘর আছে সব আচে। আমি হাসিনার জন্যি নামাচ (নামাজ) পড়ি দোয়া করি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেভাবে ঘরগুলো নির্মাণ করার নির্দেশনা দিয়েছে নকশা ঠিক রেখে আমরা সেভাবেই করেছি।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা বলেন, যশোরের জেলা প্রশাসক স্যার এখানে একদিন এসেছিলেন। তিনিই  আবিষ্কার করেছেন বালুন্ডা আশ্রয়ণ প্রকল্পের একজন উপকারভোগী আছেন, যিনি এখানে আসার পরে তার একটি সন্তান হয়েছে। তিনি ওই সন্তানের নাম রেখেছেন শেখ মুজিবুর রহমান। শিশুটির নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছেও বলে জানান তিনি।

এদিকে নবজাতককে বঙ্গবন্ধুর নামে নাম রাখায় তাকে দেখতে প্রতিদিন ভিড় করছেন প্রতিবেশিরা। বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও পাঠক সমাজে বিষয়টি তুলে ধরতে প্রতিবেদন করছেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

Blogger
Facebook

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget