আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী আইএসআইএস-খোরাসানের স্থাপনা, নেতৃবৃন্দ ও সম্পদে হামলা চালাতে অভিযানের পরিকল্পনা তৈরি করতে মার্কিন সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
এমন এক সময় তিনি এই নির্দেশ দিয়েছেন, যখন কাবুল বিমানবন্দরে আইএসের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে বিমানবন্দর এলাকা। এতে বহু মানুষ আহত হয়েছেন।
আফগান সাংবাদিকদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের প্রান্তে একটি খালে বহু মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এক স্বাস্থ্য কর্মকর্তা ও তালেবান জানিয়েছে, নিহতদের মধ্যে ২৮ তালেবান সদস্য ও ১৩ মার্কিন সেনাও রয়েছে।
হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএসআইএস-খোরাসান। তারা তালেবানের পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও শত্রু। এক বিবৃতিতে আইএস জানিয়েছে, আফগান দোভাষী ও মার্কিন সামরিক বাহিনীর সহযোগীদের ওপর আত্মঘাতী বোমা চালানো হয়েছে।
এ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে জো বাইডেন বলেন, যারা এই হামলা চালিয়েছে এবং আমেরিকার ক্ষতি চেয়েছে, তাদের আমরা ক্ষমা করবো না। আমরা তাদের খুঁজে বের করে প্রতিশোধ নেব।
তিনি বলেন, আমাদের সময় মতো শক্তিপ্রয়োগ ও নির্ভুলভাবে হামলার জবাব দেব। আমি আমাদের স্বার্থ ও জনগণকে রক্ষা করবো। আমার সক্ষমতার মধ্য থেকে সব ধরনের পদক্ষেপ নেব।
আফগানিস্তানে আরও সামরিক সহযোগিতা পাঠানোরও আভাস দিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, সামরিক বাহিনী যা প্রয়োজন মনে করবে, তা করতে আমি নির্দেশ দিয়েছি। যদি অতিরিক্ত সামরিক শক্তি দরকার হয়, তবে তাও দেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.