অনলাইন ডেস্ক : কাতারের রাজধানী দোহায় ভারতের রাষ্ট্রদূত আফগানিস্তানের শীর্ষ তালেবান নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কাতারের রাজধানী দোহায় ভারতের রাষ্ট্রদূত আফগানিস্তানের শীর্ষ তালেবান নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গোষ্ঠীটির সঙ্গে ভারতের এটাই প্রথম সংলাপ। খবর রয়টার্সের।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানের অনুরোধের পরিপ্রেক্ষিতে দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল।
রয়টার্স লিখেছে, ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে তালেবানের ঘনিষ্ঠ মিত্রতার বিষয়টি নিয়ে দিল্লি দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয়পক্ষ আফগানিস্তানে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষার ব্যাপারে আলোচনা করেছেন। ভারতবিরোধীরা যেন আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতীয় স্বার্থে আঘাত করতে না পারে ভারতের এমন আশঙ্কার কথাও তালেবান নেতৃত্বের কাছে জানিয়েছেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল।
দুই দশক পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ায় দেশটিতে ভারতের স্বার্থ ‘চরম সংকটে’ পড়েছে বলে অভিমত অনেক রাজনৈতিক বিশ্লেষকের। তারা বলছেন, এখন আফগানিস্তানে ‘সবচেয়ে সংকটে’ থাকা দেশগুলোর একটি ভারত।
তালেবান কাবুল ঘিরে ফেলার পরপরই নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশত্যাগ করেন। কাবুলে সরকার পতনের পর কূটনীতিক, বিদেশি সংস্থার কর্মীদের আফগানিস্তান ছাড়ার হিড়িকের তালিকায় নাম ছিল ভারতীয়দেরও।
এর কিছুদিন আগেই আফগানিস্তানে ভারতের সহায়তায় নতুন করে তৈরি একটি বাঁধে তালেবানের হামলায় অন্তত ১০ জন নিরাপত্তারক্ষী মারা যায়। হেরাত প্রদেশে ওই জলবিদ্যুৎ কেন্দ্রটি আফগানিস্তানে ভারতের সবচেয়ে বড় প্রকল্প।
তথ্য সূত্র : রয়টার্স
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.