আল-মামুন খান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ
র্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ১টি আভিযানিক দল মাদক বিরোধী
অভিযান পরিচালনা করে ৪৯৫ পিস ইয়াবা সহ মো:উজ্জ্বল (২৯) নামে ১ মাদক
কারবারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ইয়াবা সহ গ্রেফতার হওয়া মাদক কারবারি মোঃ উজ্জ্বল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল নধার এলাকার মোঃ ধনু মিয়ার ছেলে।
র্যাব-১৪
এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে.এম শোভন খান
বিষয়টির নিশ্চিত করেছেন। সে দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন
সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। এ ব্যাপারে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ
সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন