আল-মামুন খান, কিশোরগঞ্জ: শনিবার
(২৮ আগষ্ট) বেলা ১১ টার দিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের
গাবতলী বাজারে বিশিষ্ট ব্যবসায়ী বাপ্পি মির্জার নিজ অর্থায়নে করোনাভাইরাস
মোকাবেলায় অসহায়, কর্মহীন ও দরিদ্র ৪০০ টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী
বিতরণ করা হয়। এসময় বিশিষ্ট ব্যবসায়ী আবু হানিফ, যুবলীগ নেতা এমদাদুল হক
খান ও বাপ্পি মির্জা সামাজিক দূরত্ব বাজায় রেখে স্থানীয় অসহায় ও দরিদ্র
পরিবারদের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।
এসব
খাদ্য সামগ্রী বিতরণ শেষে বাপ্পি মির্জা বলেন, এই মহামারি করোনা ভাইরাস
সংক্রমন প্রতিরোধে সবাইকে সহযোগিতার মন- মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। যত
দিন দেশ থেকে এই করোনা ভাইরাস দূর না হচ্ছে আমরা প্রতিদিন এভাবে অসহায়,
কর্মহীন ও দরিদ্র পরিবারদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবো।
এদিকে
দেশব্যাপী সঙ্কটময় এ পরিস্থিতিতে নিজ অর্থায়নে হতদরিদ্রদের মাঝে খাদ্য
সামগ্রী বিতরণ করায় বাপ্পি মির্জা ও আবু হানিফের এই উদ্যোগকে স্বাগত
জানিয়েছেন এলাকাবাসী।
একটি মন্তব্য পোস্ট করুন