নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সালমান ফার্সী (সজল) নওগাঁ :
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ শ্লোগানে নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে জেলা সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ আগষ্ট) সকাল ১১টায় জেলা মৎস্য অধিদপ্তরের সভা কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ ইব্রাহীম। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা তাসলিমা জেলা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্তকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ আরো অনেকে।

সভায় জানানো হয়, জেলায় ৪৭ হাজার ৭৫০ হেক্টর আয়তন বিশিষ্ট জলাশয়ে বছরে ৮৩ হাজার ৬০৯ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এ জেলায় মাছের মোট চাহিদা ৬১ হাজার ২১০ মেট্রিক টন। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ২২ হাজার ৩৯৯ মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget