সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁয় ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারিবারিকে আটক করেছে র্যাব-৫। আজ বৃহস্পতিবার (১৯ অগষ্ট) মধ্যরাতে শহরের বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলো, কুমিল্লা জেলার মুরাদনগর থানার দিলারপুর গ্রামের খুরশিদের ছেলে আবুল বাশার ও হীরাকান্দা গ্রামের মান্নানের ছেলে (ড্রাইভার) শাহজালাল। বৃহস্পতিবার সকালে র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি কাভার্ড ডেলিভারি ভ্যানে করে মাদকসহ কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিার রাত ১টায় নওগাঁ শহরের বাইপাস মোড়ে একটি চেকপোস্ট বসিয়ে সাদা রঙের একটি কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে তারা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ড্রাইভারসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। র্যাব-৫ আরো জানায়, তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন