তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর রাণীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রচনা, চিত্রাঙ্কন, সংগীত, কবিতা আবৃত্তি ও ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। যার মধ্যে শনিবার (১৪ আগষ্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন, সংগীত, কবিতা আবৃত্তি ও ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় রচনা বিভাগে ১৬জন, চিত্রাঙ্কন বিভাগে ২০জন, সংগীত (একক) বিভাগে ১০জন, কবিতা আবৃত্তি বিভাগে ১৫জন ও ৭মার্চের ভাষন বিভাগে ১৫জন প্রতিযোগি অংশগ্রহণ করে। রবিবার ১৫আগস্ট জাতীয় শোক দিবসে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।
পরবর্তিতে উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগিরা জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতা সার্বক্ষনিক ভাবে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।
একটি মন্তব্য পোস্ট করুন