এম ওসমান, বেনাপোল : যশোরের শার্শায় জমিজমা নিয়ে সংঘর্ষে হাতেম আলী (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় ২ আসামীকে আটক করেছে ডিবি পুলিশ।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা লাউতাড়া গ্রামে।
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ আগস্ট) দুপুর একটার দিকে তিনি মারা যান। ঐদিন বিকালে শার্শা থানায় নিহতের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৬। পরে মামলাটি যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নিকট হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোলাইমান আক্কাস এর নেতৃত্বে একটা চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায়
আসামীদ্বয়ের অবস্থান সনাক্তপূর্বক ১৯ আগস্ট বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে যশোর কোতয়ালী মডেল থানাধীন বলরামপুর গ্রামস্থ আজগর আলী সরদার এর বসতবাড়িতে অভিযান চালিয়ে ঘটনার সহিত প্রত্যক্ষ ভাবে জড়িত আসামী বাবলু সরদার (৩২) ও জাহাঙ্গীর সরদার (৩৫) উভয় পিতা মৃত- মশিয়ার সরদার কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ০২ টি মোবাইল ফোন জব্দ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.