হরিণাকুন্ডু মাঠের মধ্যে গুলিবিদ্ধ এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

হরিণাকুন্ডু  মাঠের মধ্যে  গুলিবিদ্ধ এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভাধীন শুড়া গ্রামের দোলখালী ব্রীজের পাশের রাস্তা থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথার বাম পাশে গুলি করা হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে ১ রাউন্ড গুলির খোসা ও পকেটে থাকা একটি সীম উদ্ধার করা হয়। সোমবার(২৩ আগষ্ট) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, ভোরে স্থানীয়রা ওই মাঠে কৃষিকাজের জন্য গেলে রাস্তার ওপর একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

তিনি আরো বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অভ্যন্তরীন দ্বন্দে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget