রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠি জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি রুস্তুম আলী চাষীর মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ এবায়দুল্লাহ জামে মসজিদে মরহুমের সংক্ষিপ্ত কর্মময় জীবনীর উপর বক্তব্য রাখেন মসজিদের খতিব মাওলানা মো: নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: হাফিজ আল মাহমুদ, মরহুমের বড় ছেলে মো: শাহ আলম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান তালুকদার, সদস্য এড. ফয়েজুর রহমান, প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, মো: কবির হোসেন খলিফা, মো: হুমায়ূন কবীর, মো: নজরুল ইসলাম, মো: হাসান, মো: মোতালেব, মো: চেরাগ আলী ও মসজিদের মুসল্লিগণ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের মোয়াজ্জেম আব্দুর রহমান।
মসজিদের মাওলানা মো: নাসির উদ্দিন সংক্ষিপ্ত আলোচনায় বলেন, “রুস্তুম আলী চাষী ছিলেন এই মসজিদের সভাপতি। মসজিদের প্রত্যেকটি ইটের সাথে তাঁর ছোয়া লেগে আছে। তিনি আমরণ মসজিদের জন্যে সেবা করে গেছেন। মসজিদের ইমাম মোয়াজ্জেম ও মুসল্লিদের সুবিদার জন্যে তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে দান অনুদান তুলে মসজিদের উন্নয়নে অনেক অবদান রেখেছেন। আমরা সবাই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করবো।
একটি মন্তব্য পোস্ট করুন