রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠি জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি রুস্তুম আলী চাষীর মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ এবায়দুল্লাহ জামে মসজিদে মরহুমের সংক্ষিপ্ত কর্মময় জীবনীর উপর বক্তব্য রাখেন মসজিদের খতিব মাওলানা মো: নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: হাফিজ আল মাহমুদ, মরহুমের বড় ছেলে মো: শাহ আলম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান তালুকদার, সদস্য এড. ফয়েজুর রহমান, প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, মো: কবির হোসেন খলিফা, মো: হুমায়ূন কবীর, মো: নজরুল ইসলাম, মো: হাসান, মো: মোতালেব, মো: চেরাগ আলী ও মসজিদের মুসল্লিগণ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের মোয়াজ্জেম আব্দুর রহমান।
মসজিদের মাওলানা মো: নাসির উদ্দিন সংক্ষিপ্ত আলোচনায় বলেন, “রুস্তুম আলী চাষী ছিলেন এই মসজিদের সভাপতি। মসজিদের প্রত্যেকটি ইটের সাথে তাঁর ছোয়া লেগে আছে। তিনি আমরণ মসজিদের জন্যে সেবা করে গেছেন। মসজিদের ইমাম মোয়াজ্জেম ও মুসল্লিদের সুবিদার জন্যে তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে দান অনুদান তুলে মসজিদের উন্নয়নে অনেক অবদান রেখেছেন। আমরা সবাই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করবো।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.