বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান মা হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই নায়িকা। মা এবং ছেলে দুজনেই সুস্থ রয়েছে।
সন্তান প্রসবের পর চিকিৎসকরা জানিয়েছিলেন, রোববার (২৯ আগস্ট) বাসায় ফিরে যেতে পারবেন নুসরাত। সে হিসেবে আজ বাসায় ফেরার কথা। কিন্তু ফিরছেন না নুসরাত। তিনি আরও দুই দিন হাসপাতালে থাকতে চান। সে হিসেবে আগামী মঙ্গলবার বাড়ি ফিরবেন নায়িকা।
নুসরাতের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার রাজীব আগারওয়াল বলেছেন, ‘তারা দুজনেই সুস্থ রয়েছেন। কোনও শারীরিক সমস্যা নেই। কিন্তু যেহেতু নুসরাত একা হাতেই ছেলেকে দেখভাল করছেন, তাই তিনি আরও এক-দুদিন সময় চেয়েছেন। হাসপাতালে থেকে নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে বাচ্চার দেখভালের খুঁটিনাটি শিখে নিতে চান। আগামী মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন নুসরাত।’
যদিও এখনো নুসরাতের সন্তানের বাবার পরিচয় মেলেনি। তবে নায়িকার অনাগত সন্তানের বাবা যশ, এমন গুঞ্জনও রয়েছে। সন্তান জন্ম নেয়ার সময় নুসরাতের ইচ্ছে অনুসারে যশ ছিলেন তার সঙ্গে। এখনো হাসপাতালে তার সঙ্গে রয়েছেন এই অভিনেতা। অবশ্য নুসরাতের মা হওয়ার পুরো সময়েই যশ তার সঙ্গী ছিলেন।
প্রসঙ্গত, স্বামী নিখিল জৈনকে ছেড়েছেন আগেই। তারপর নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে তার মেলামেশা সবার নজরে আসে। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে আসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর। অনেকেই ধারণা করছেন প্রেমিক যশের সঙ্গে লিভ টুগেদারের ফল এই ছেলে।
নুসরাতের সন্তান জন্মের পর শিশুটিকে তুলনা করা হচ্ছে বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান এবং কারিনা কাপুর খানের বড় ছেলে তৈমুরের সঙ্গে। কারণ তৈমুরের মতোই নুসরাতের ছেলেকে নিয়েও কৌতূহলের শেষ নেই ভক্তদের।
একটি মন্তব্য পোস্ট করুন