তথ্য প্রযুক্তি ডেস্ক : শেয়ারবাজার দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন এক ট্রিলিয়ন ডলারের কোম্পানি। মার্ক জুকারবার্গের এ কোম্পানির বাজারমূল্য চলতি বছরই ৩০ শতাংশ বেড়েছে।
নাসডাকের হিট লিস্টে আছে আরও কিছু টেক জায়ান্ট। বিল গেটসের মাইক্রোসফটের মূলধন এখন ২ ট্রিলিয়ন ডলার হয়েছে। অ্যাপলের বাজার মূল্যও ২ ট্রিলিয়ন ডলার।
বিশ্বের শীর্ষ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজার আর গুগলের অঙ্গ প্রতিষ্ঠান অ্যালফাবেটও বাজার মূলধনে ২ ট্রিলিয়ন ডলার ছুঁই ছুঁই করছে। ফ্যাং হিসেবে পরিচিত ফেইসবুক, অ্যাপল, অ্যামাজান, নেটফ্লিক্স আর গুগল বাজিমাত করছে। সাথে আছে মাইক্রোসফট আর টেসলা। এ কোম্পানিগুলোর সম্মিলিতভাবে বাজারমূল্য সাড়ে ৯ ট্রিলিয়ন ডলার। এস এন্ড পি ৫০০ সূচকের কোম্পানিগুলোর মোট বাজারমূল্য ৩৮ ট্রিলিয়ন ডলার। যার ২৫ শতাংশই টেক জায়ান্টগুলোর।
মার্কিন নিয়ন্ত্রকদের বিরুদ্ধে আদালতের জয়ের পর এবার প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে নাম লেখায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। গত ২৯ জুন পুঁজিবাজারে মার্কিন এই কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। বিশ্বের ৫ নম্বর প্রযুক্তি কোম্পানি হিসেবে ট্রিলিয়ন ডলার ক্লাবে নাম লেখাল ফেসবুক।
একটি মন্তব্য পোস্ট করুন