অনলাইন ডেস্ক : রাজধানীর কমলাপুরে বিআরটিসির ডিপোতে লাগা আগুনে দুটি বাস পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকা।
শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ২২ মিনিট পর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে কমলাপুরের বিআরটিসি ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পাই। খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। চারটি ইউনিটের চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
‘অগ্নিকাণ্ডে বিআরটিসির একটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.