পুকুর থেকে মসজিদের মোয়াজ্জিনের লাশ উদ্ধার
নওগাঁয় পুকুরের পানিতে হাত পা বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নওগাঁ সদর থানার পুলিশ সংবাদ পেয়ে আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার চকচাঁপাই গ্রামের মেসার্স সীমানা ব্রিকস নামের এক ইটভাটার পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির নাম কুদ্দুস হোসেন (৫২)। তিনি উপজেলার শৈলগাছী ইউনিয়নের শিমবাচা গ্রামের মৃত মজিবর মন্ডলের ছেলে। কুদ্দুস হোসেন ছিলেন স্থানীয় মসজিদের মোয়াজ্জিন। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, নিহত ওই ব্যক্তির লাশটি পিছনে হাত বাধা অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া তার ডান চোখের পাশে ধারালো কোন অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে মেরে ফেলে হাত পা বেঁধে লাশটি পুকুরে ফেলে দেয়। লাশটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন