সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁয় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত প্রথম দিনে সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে জেলা শহরের লকডাউনের আওতাভুক্ত সকল দোকান পাট বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন সড়কে দু’একটি মোটরসাইকেল ছাড়া কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। জেলা শহরের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ন মোড় সমূহে কড়া পুলিশী প্রহড়া পরিলক্ষিত হয়েছে। এবং জেলা শহরের বিভিন্ন মোড়ে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। তারপর বিভিন্ন অজুহাতে অনেকেই রাস্তঘাটে চলাফেরা করছেন। অযথা চলাচলকারি পথচারি অথবা রাস্তায় বের হওয়া ছোটযানবাহনে চলাচলকারিদের জেরার মুখে পরতে হয়েছে। অপ্রয়োজনীয় ভাবে চলা ফেরা করার চেষ্টা করছে তাদের কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন