নওগাঁর ধামইরহাটে ২৮ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ

নওগাঁর ধামইরহাটে ২৮ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ

তৌফিক তাপস নওগাঁ : নওগাঁর ধামইরহাটে চলতি লকডাউন ও করোনাকালে প্রশাসনের পক্ষ থেকে ২৮ হাজার ৯শত ৭৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

সোমবার(১২ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উপজেলা নির্বাহী অফিসার এ তথ্য জানান। 

নগদ অর্থ সহায়তা ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার,উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,এবং ইউপি চেয়ারম্যানগন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন,চলতি বছরের এপ্রিল মাস থেকে জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এ উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায় মানুষের মাঝে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ,খাদ্য সহায়তা,ঢেউটিন,শিশু খাদ্য ও খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। 

জি আর (গ্রাজুয়েন্টি রিলিপ) প্রকল্পের মাধ্যমে ১১ হাজার ৫শত পরিবারকে নগদ ৫শত টাকা,২শত ৫০ পরিবারের মাঝে এক লক্ষ টাকার শিশু খাদ্য,২শত ৫০ খামারীর মাঝে এক লক্ষ টাকার খো-খাদ্য এবং একশত পরিবার প্রত্যেককে এক হাজার টাকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

নওগাঁর ধামইরহাটে ২৮ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ
এছাড়া ৬টি পরিবার প্রত্যেককে ৩ ব্যান্ডিল ঢেউটিন ও নগদ ৬হাজার টাকা,বজ্রপাতে নিহত একটি পরিবারের মাঝে ২০হাজার টাকা এবং ৫শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া ভিজিএফ কর্মসূচীর আলোকে আটটি ইউনিয়নের ১২ হাজার ৭৫৫ এবং একটি পৌরসভার তিন হাজার ৮১ পরিবারের মাঝে ১০ কেজি হিসেবে ১শত ৫৮ মে.টন চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ই¯্রাফিল হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget