তৌফিক তাপস নওগাঁ : নওগাঁর ধামইরহাটের প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে অসহায় মানুষকে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত আড়ানগর কমিউনিটি ক্লিনিকে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন বগুড়ার আয়োজনে ১৭০ জন অসহায় মানুষকে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। লেঃ কর্ণেল ডা.তহমিনা আক্তারের নেতৃত্বে একটি মেডিকেল টিম এ চিকিৎসা সেবা প্রদান করে। বাড়ীর দোড়গোড়ায় চিকিৎসাসেবা পেয়ে এলাকার অসহায় গরীব ও দুস্থ মানুষ বেশ উপকৃত হয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন