নওগাঁর মহাদেবপুরে ফেন্সিডিল, গাঁজা ও চোলাই মদসহ ৩ জন আটক

নওগাঁর মহাদেবপুরে ফেন্সিডিল, গাঁজা ও চোলাই মদসহ ৩ জন আটক


তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা ও চোলাই মদসহ তিনজনকে আটক করেছে। আজ সোমবার (২৬ জুলাই) দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়।

মহাদেবপুর থানার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, রোববার (২৫ জুলাই) বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই এমদাদ হোসেন, এসআই সাইফুল ইসলাম, এএসআই আবদুল জব্বার অভিযান চালিয়ে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবরামপুর মোড় এলাকা থেকে একটি অটোচার্জারে রাখা ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন ও চার্জারের যাত্রী  উপজেলা কমপ্লেক্সের ২ নং গেট সংলগ্ন আত্রাই নদীর বাঁধের বস্তির শামসুল আলমের ছেলে সবুজ হোসেন বাবু (২৮) নামে একজনকে আটক করেন।

এদিন বিকেল ৫টায় এসআই আবু রায়হান, এএসআই শামীম রেজা, এএসআই মনিরুজ্জামান, এএসআই ইউসুফ অভিযান চালিয়ে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চককন্দর্পপুর গ্রামের ইনছের আলীর ছেলে মাহবুবুল আলম বাবু (২৫) নামে এক যুবককে ৪৯ গ্রাম গাঁজাসহ আটক করেন।

এছাড়া সন্ধ্যা ৬টায় এসআই জয় দাস, এএসআই মনিরুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার সফাপুর পাহানপাড়া থেকে ১০ লিটার বাংলা চোলাই মদসহ মিনু পাহানী (৪০) নামে এক নারীকে আটক করেছেন। 

তিনি ওই গ্রামের বিমল পাহানের স্ত্রী। এব্যাপারে মহাদেবপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger
Facebook

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget