তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর পত্নীতলায় গলায় ফাঁসদিয়ে লিখু রাণী (২৭)নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল আনুমানিক ১১ টায় উপজেলার চখনিরখীন গ্রামের এ ঘটনা ঘটে।নিহতলিখু রানী ভানু হোসেন সাহার (কবিরাজ) মেয়ে এবং উপজেলার পুঁইয়া ৫ নং ওয়ার্ড মেম্বার সুদর্শন সাহার ছেলে সুমন সাহার স্ত্রী।
পরে তার শাশুড়ি ও স্বামী সুমন সাহা টের পেয়ে তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সুমন সাহার প্রতিবেশি রণজীত শ্রী মানিক বলেন, আমরা হঠাৎ মেম্বার সুদর্শন সাহার বাড়ী থেকে চিৎকার চেচামেচির আওয়াজ শুনতে পাই। তখন আমি দৌড়ে গিয়ে দেখতে পাই সুমন সাহার বউ ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তার নিশ্বাস ছিলো। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা বলে সে মারা গেছে। সুমন সাহা ও তার স্ত্রী খুব সুন্দরভাবে ঘর সংসার করে আসতেছিলো। তাদের ভিতরে কোন প্রকার গন্ডোগোল ছিলোনা বলে জানান তিনি।
নিহত লিখু রাণীর বাবা ভানু সাহা জানান, ৯ বছর আগে উপজেলার পুঁইয়া গ্রামের ৫ নং ওয়ার্ড মেম্বার সুদর্শন সাহার ছেলে সুমন সাহার সঙ্গে লিখু রাণীর বিয়ে দেয়া হয়। বর্তমানে তাদের সংসারে ৭ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
তিনি আরও জানান, কয়েকবার লিখু রাণীর স্বামী সুমন সাহা ও তার শাশুড়ির সাথে পারিবারিক বিষয় নিয়ে গন্ডগোল হয়েছিলো। আমরা তিনবার বিষয়টি মিমাংসা করে আমার মেয়েকে তাদের কাছে পাঠিয়ে দেই। আজ আমার মেয়ে আমার বাসায় বেড়াতে আসার কথা কিন্তু আমার বিয়াই আমার মেয়ের বাচ্চাকে একাই রেখে যায়। রেখে যাওয়ার আধা ঘন্টা পর শুনতে পাই আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পত্নীতলা থানার অফিসার ইনর্চাজ শামসুল আলম শাহ্ বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন