নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় প্রান গেল দুই ভাইয়ের

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় প্রান গেল দুই ভাইয়ের

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহোদরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাপাহার-নজিপুর সড়কের জলকার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পত্নীতলা উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র ছেলে অলিত চন্দ্র (৩২) ও তার ছোট ভাই সুভাষ চন্দ্র (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই অলিত চন্দ্র ও সুভাষ চন্দ্র মোটরসাইকেল যোগে মধইল থেকে নজিপুরের দিকে যাচ্ছিলেন। পথে পত্নীতলা উপজেলায় পত্নীতলা ইউনিয়নের জলকার মোড়ে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অলিত চন্দ্র মারা যান। তার ছোট ভাই সুভাষকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। পরে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget