নওগাঁয় যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও স্মরণসভা

 
নওগাঁয় যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও স্মরণসভা
নওগাঁ প্রতিনিধি: যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় কোরানখানী, মিলাদ মাহফিল, দোয়া ও স্মরণসভা অনষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুম্মা নামাজের পর  নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নে মকিমপুুর সিদ্দিকিয়া দারুল উলুুম হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার আয়োজনে সেখানেই অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি মেম্বার সেকেন্দার আলী।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কার্ভাড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রওশন জালাল, প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আবু হাসনাত গুলু ও সুবিদ আলী, বাংলাদেশ রেলওয়ে সাবেক ট্রেন পরিচালক নজরুল ইসলাম ও গোলাম মোস্তফা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইমরান হোসাইন, সহকারি শিক্ষক হাফেজ আব্দুর রহমান, যমুনা টিভির প্রতিনিধি শফিক ছোটন, সাংবাদিক আব্বাস আলী ও সিয়াম শাহরিয়ার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনষ্ঠিত হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৩ জুলাই মারা যান নুরুল ইসলাম বাবুল। তিনি ১৯৪৬ সালে জন্ম গ্রহন করেন। ১৯৭৪ সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তৈরি পোশাক ও টেক্সটাইল, রাসায়নিক, চামড়া, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ, নির্মাণ ও আবাসন খাতে ছড়িয়ে আছে এ গ্রুপের ব্যবসা। যেখানে ৫০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget