সালমান ফার্সী (সজল) নওগাঁ : ঠাকুরগাঁও হাসপাতালে করোনা রোগীদের খাবার সরবরাহের অনিয়মের সংবাদ প্রকাশ করায় হাসপাতালের তত্বাধায়কের আইসিটি আইনে দায়ের করা মামলায় ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক ইত্তেফাক ও জাগো নিউজের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে তার নি:শর্ত মুক্তির দাবিতে যৌথ বিবৃতি দিয়েছে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট আ্যাসোসিয়েশন। আজ রোববার (১১ জুলাই) দুপুরে এই বিবৃতি দেওয়া হয়েছে।
নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট আ্যাসোসিয়েশনের সভাপতি ও ইনডিপেনডেন্ট টিভির নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলাম, সহ-সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি মোফাজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক ও সময় টিভির নওগাঁ প্রতিনিধি এম আর রকি, যুগ্ম সম্পাদক ও মোহনা টিভির নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, অর্থ সম্পাদক ও একাত্তর টিভির নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিক স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের ও সাংবাদিককে গ্রেপ্তার সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ এবং স্বাধীন সাংবাদিকতায় অন্তরায়। এর মধ্যে দিয়ে দূর্নীতিবাজদের আড়াল করার সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে আমরা মনে করি। অবিলম্বে সাংবাদিক তানুর নি:শ্বর্তে মুক্তিসহ মামলা প্রত্যাহার ও করোনা রোগীদের জন্যে সরবরাহকৃত খাবারের অনিয়ময়ের বিষয়টি নিরপেক্ষ তদন্ত এবং আইসিটি আইন বাতিলের দাবি জানানো হয়।
উল্লেখ্য, ‘ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে করোনা রোগী প্রতি ৩শ’ টাকার বরাদ্দের বিপরীতে ৭০টাকার খাবার’ শিরোনামে ৬ ও ৭ জুলাই দৈনিক ইত্তেফাক, জাগো নিউজ, বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় হাসপাতালের উপ-পরিচালক (তত্ত্ববধায়ক) ডা: নাদিরুল ইসলাম চপল ৯ জুলাই ঠাকুরগাঁও সদর থানায় তানভীর হাসান তানু, নিউজ বাংলা ২৪ ডট কম অনলাইনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রহিম শুভ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকে আসামী করে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেন। এরপর পরদিন শনিবার সন্ধ্যায় তনুকে গ্রেপ্তার করে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.