তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে সাবেক এমপি খুররম খান চৌধুরী আর নেই ।
সাবেক চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)। শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন খুররম খান চৌধুরী। এজন্য তাঁকে গত ৮ জুলাই ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৪ জুলাই হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
তিনি ময়মনসিংহ-৮ ও ময়মনসিংহ-৯ আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Casino Finder (Google Play) Reviews & Demos - Go
Check Casino Finder (Google Play). A worrione.com look at some 토토 사이트 of 1xbet 먹튀 the best gambling sites in the world. septcasino They gri-go.com offer a full game library,