মো: শাকিল প্রধান, গজারিয়া, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে বাংলাদেশ সরকারে প্রকল্প ভলনারেবল গ্রুপ ফিডিং (ভি.জি.এফ) চাল ও গর্ভানমেন্ট রিলিফ (জি.আর) অর্থ বিতরন করা হয়।
আজ ১৯ জুলাই সোমবার সরেজমিনে দেখা যায় ভবেরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার সরকারি ভি.জি.এফ তালিকা ভুক্ত ৫৩৫ জন ব্যাক্তির মাঝে দশ কে.জি করে চাল ও থ্রী হুইলার চালক, দিনমজুর, জি.আর তালিকা ভুক্ত ৩০০ জন ব্যাক্তির মাঝে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন বলেন আমার ইউনিয়নে ভি.জি.এফ চাহিদার তুলনায় কার্ড প্রাপ্তির সংখ্যা কম হওয়াতে যারা কার্ডধারী নয় তাদের ও তালিকাভুক্তদের মাঝেও এই উপহার অত্যান্ত স্বচ্ছতার সাথে প্রনয়ন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কে আমার ইউনিয়ন বাসীর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জানাই কৃতজ্ঞতা ও আন্তরিক মোবারক বাদ।
একটি মন্তব্য পোস্ট করুন