মো: শাকিল প্রধান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নের ভবেরচর গ্রামে ঢালী বাড়ী জামে মসজিদে চলমান করোনা ও ঈদে স্বাস্থ্য বিধি, মাদক, কিশোর গ্যাং, পুলিশি সেবা নিয়ে মত বিনিময় সভা করেছে গজারিয়া থানা পুলিশ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন বলেন গজারিয়া থানা পুলিশ প্রতি শুক্রবারই গজারিয়া উপজেলাধীন বিভিন্ন গ্রামে গিয়ে জুমার নামাজ আদায় করছেন। সেই সাথে স্থানীয় মসজিদের মুসল্লিদের পুলিশিং কার্য্যক্রম সম্পর্কে অবহিত করছেন। স্বাস্থ্যবিধি, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজ, বাল্য বিবাহ সহ সকল অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ ও আহবানের মাধ্যমে পুলিশি সেবা সমূহ সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করেন।
তাঁর'ই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জুলাই) ভবেরচরের ঢালী বাড়ী জামে মসজিদে নামাজ আদায় ও মুসল্লিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন ও ভবেরচর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিঃসাহিদ মো: লিটন। অপরাধ সংক্রান্ত বিষয়ে সহজেই পুলিশিং সেবা নেওয়া বিষয়ে আলোচনা করেন ভবেরচর ইউ.পি চেয়ারম্যান লিটন।
একটি মন্তব্য পোস্ট করুন